শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১ বছরে সাড়ে ১২ হাজার লোক উদ্ধার করেছে

তুর্কি কোস্ট গার্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

তুরস্কের কোস্ট গার্ড ২০২০ সালে দেশটির সমুদ্র সীমানা থেকে মোট ১২ হাজার পাঁচ শ’ লোককে উদ্ধার করেছে। মোট ৯৩৫টি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার করা লোকদের মধ্যে ১১ হাজার চার শ’ ৯৪ জন অনিয়মিত অভিবাসী বলে শুক্রবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়। আগের বছরের চেয়ে তুর্কি কোস্ট গার্ডের উদ্ধার অভিযানের সংখ্যা ৪১ ভাগ এবং উদ্ধার হওয়া লোকের সংখ্যা এক শ’ ৭৬ ভাগ বেড়েছে। ২০১৯ সালে ৬৬২ অভিযান থেকে চার হাজার পাঁচ শ’ ৯২ জনকে উদ্ধার করে তুর্কি কোস্ট গার্ড। অভিবাসীদের ইউরোপমুখী যাত্রাকে গ্রিসে প্রবেশে কঠোর বাধায় করোনা সংক্রমণ পরিস্থিতিতেও উদ্ধার অভিযান বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তুর্কি কোস্ট গার্ড উদ্ধার করা লোকদের মধ্যে আহত ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তায়ও কাজ করেছে। এর মধ্যে ১৮১টি ঘটনায় অন্তত ১৮৬ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। ইয়েনি শাফাক।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন