শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সেপটিকট্যাংক বিস্ফোরণে আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভবনের নীচতলার সেপটিকট্যাংক বিস্ফোরণ হয়ে পাঁচজন গুরুতর আহত হয়েছে। গত শনিবার রাতে শহরের টিএ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- শাহ আলম, লিটন, পারভেজ, মারুফ, শফিক। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি শহরের বিভিন্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, টিএ রোড এলাকায় একটি ভবনের নীচতলায় সেপটিকট্যাংকের ওপর ভিআইপি কনফকেশনারি নামের একটি দোকান ছিল। রাতে হঠাৎ করে ওই দোকানের নীচে থাকা সেপটি ট্যাংক বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। এতে ভবনের একাংশের দেয়াল ধসে পড়ে এবং দোকানে থাকা মালামালের ব্যাপক ক্ষতি হয়। বিষ্ফোরণে দোকান মালিক ও কর্মচারীসহ পাঁচজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়।

ব্রাহ্মণবাড়ড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছি। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন