মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঈশ্বরগঞ্জে মহাসড়কে চাঁদা তোলায় ২ জনকে ১৫ হাজার টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ৯:১১ পিএম

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর সদরে মুক্তিযোদ্ধা মোড়ে গাড়ি আটকিয়ে অবৈধভাবে চাঁদা তোলায় দুইজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।
এসময় মহাসড়কে চাঁদা তোলার দায়ে উপজেলার জয়পুর গ্রামের রিপন মিয়াকে ১০ হাজার টাকা এবং চরনিখলা গ্রামের আব্দুল কাদিরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, ১৮৬০ সালের দন্ডবিধির ২৯১ ধারা অনুযায়ী গণউপদ্রব সৃষ্টির কারণে এ জরিমানা করা হয়েছে। চাঁদা তোলা বন্ধ না হলে এঅভিযান অব্যাহত থাকবে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
ফয়সল আহমেদ ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৩০ পিএম says : 0
এরা গণদুশমন। এদের মদদ দাতাদের খুঁজে বের করা হোক
Total Reply(0)
খুব ভালো উদ্যোগ ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৫ পিএম says : 0
খুব ভালো উদ্যোগ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন