বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

৬ বিভাগে টানা চারদিন মৃত্যু নেই

করোনা নিয়ন্ত্রণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১২:০০ এএম

করোনার টিকা কার্যক্রম চলছে সারাদেশে। তবে করোনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক আছে। স্কুল-কলেজ-মাদরাসা খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এ অবস্থায় প্রতিদিন করোনা শনাক্ত কার্যক্রম চলছে। তেব সারাদেশে গত চারদিনে (২৫-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত) ২৯ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১৮ ও নারী ১১ জন। এ সময়ে দেশের ৮ বিভাগের মধ্যে শুধু ঢাকা ও চট্টগ্রামেই ২৯ জনের মৃত্যু হয়। অবশিষ্ট ৬ বিভাগ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহে টানা চারদিন করোনা আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যানে দেখা গেছে, দেশে গত ২৫ ফেব্রুয়ারি পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় দুজন ও চট্টগ্রামে তিনজন। ২৬ ফেব্রুয়ারি মৃত ১১ জনের মধ্যে ঢাকায় ৭জন ও চট্টগ্রামে ৪জন। ২৭ ফেব্রুয়ারি মৃত পাঁচজনের মধ্যে ঢাকায় ৪জন এবং চট্টগ্রামে একজন এবং ২৮ ফেব্রুয়ারি মৃত ৮ জনের মধ্যে ঢাকায় পাঁচজন ও চট্টগ্রামে তিনজনের মৃত্যু হয়। গতকাল স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জন। ##

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন