শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দাড়ি রাখলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না : হুমায়ুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২১, ১২:০২ এএম

‘দাড়ি রাখলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না’, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই রকম ভাবেই রবিবার তীব্র কটাক্ষ করে মুর্শিদাবাদ জেলায় নিজের দ্বিতীয় রাজনৈতিক ইনিংস শুরু করলেন জেলার প্রাক্তন পুলিশ সুপার ও রাজ্য তৃণমূলের সহ-সভাপতি হুমায়ুন কবির। জানা যায়, একাধিক বার পুলিশ কর্তা হিসেবে জেলায় দায়িত্ব সামলিয়েছেন হুমায়‚ন কবীর । জেলায় সুনামের সঙ্গে কাজ করায় প্রবীন- নবীন প্রজন্ম তো বটেই নারী সমাজের কাছেও তার গ্রহণযোগ্যতা অত্যন্ত প্রশংসনীয় । হুমায়ুন কবির চন্দননগরের পুলিশ কমিশনার থাকা অবস্থাতেই পুলিশের চাকরি ছেড়ে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। বর্তমানে তিনি তৃণমূলের হেভিওয়েট নেতা, অবশ্য তিনি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসেবে নিজের পরিচয় দিয়ে দলের একটি বাইক র‌্যালিতে যোগ দেন লালবাগে। এদিন নবাব নগরীর লালবাগের মতিঝিল থেকে নশিপুরের ওই র‌্যালিতে উপস্থিত ছিলেন বিধায়ক শাওনী সিংহ রায়, জেলা নেতা মহম্মদ আলী, ইন্দ্রজিৎ ধর প্রমুখ। দেশের সঙ্কট ময় অবস্থায় অর্থাৎ বিধান সভা নির্বাচনে বিজেপি কে রুখতে নিজের চাকরি ছাড়ার প্রসঙ্গও এদিন তিনি তোলেন । দেশে পেট্রল ডিজেলের মুল্য হু হু করে বেড়ে চলেছে, ক্ষমতায় আসার আগে পিজেপি দুকোটি চাকরি, নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনের লক্ষ করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি কোথায় গেল। তিনি এসব প্রশ্ন তুলে চাঁচাছোলা ভাষায় আক্রমন করেছেন দেশের প্রধান মন্ত্রী কে ।পাশাপাশি তিনি বলেন, নরেন্দ্র মোদী এখন সর্দার বল্লব ভাই প্যাটেল স্টেডিয়ামের নাম বাতিল করে জীবিত অবস্থাতেই নিজের নামে করাতে চাইছেন । অথচ রবীন্দ্রনাথের মত দাড়ি রাখছেন । রবীন্দ্রনাথের মত দাড়ি রাখলেই যে রবীন্দ্র নাথ হওয়া যায় না। এই দাবি করে প্রাক্তন এই আই পি এস অফিসার উপস্থিত মানুষকে স্মরণ করিয়ে দিয়ে বলেন , রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, যে ধর্ম ঘৃণার জন্ম দেয়, যে ধর্ম মানুষকে বিভাজিত করে দ্বিখন্ডিত করে, সে ধর্ম, ধর্ম নয়। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল ধর্ম, সকল ভাষার মানুষকে সম্মান করেন । এশিয়ানেট নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন