শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে জরিমানা

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২১, ৫:৩৫ পিএম

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে পাহাড় কাটার দায়ে ৭ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১ মার্চ (সোমবার) মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের চৌংড়াছড়ি গ্রামে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৭ জনকে নগদ ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছে। ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন ৬ (খ) ধারায় এই জরিমানা করা হয়।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী ভূমি কমিশনার তাহমিনা আফরোজ ভূইয়া উপস্থিতিতে মোঃ আজিবরকে ২০ হাজার, মোঃ সুরুৎজামানকে ২০ হাজার, মোঃ রবি চাঁদকে ২০ হাজার, মোঃ তারা মিয়াকে ১০ হাজার, মোঃ আতোয়ারকে ১০ হাজার, মোঃ সহিদকে ১০ হাজার এবং মোঃ ইসহাককে ১০ হাজার টাকাসহ মোট ৭ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এই বিষয়ে মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা আফরোজ ভূইয়া বলেন, ভবিষ্যতে পাহাড় কাটবেনা এই মর্মে মুচলেকা দেয়ার পরিপ্রেক্ষিতে সকলকে উক্ত অর্থ জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত বলেন, ভ্রাম্যমাণ আদালতের এই রকম কার্যক্রম চলমান থাকবে, এমনকি ভবিষ্যতে কেউ পাহাড় কাটলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন