বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় জাপা নেতা কাশেম হত্যার ২৫ বছর পর পুনরায় সাক্ষ্য গ্রহণ শুরু

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ১:০৬ পিএম

খুলনা মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক, খুলনা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম হত্যার ২৫ বছর পর আদালতে পুনরায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

আজ বুধবার সকালে অবসরপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট সগীর আহমেদ সাক্ষ্য দেন। মামলার আসামি সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাস আদালতে উপস্থিত রয়েছেন। জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনা‌ল, খুলনায় বিচারকার্য অনুষ্ঠিত হচ্ছে।

জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন জানান, চাঞ্চল্যকর মামলাটির বাদী, প্রধান সাক্ষী, তদন্ত কর্মকর্তা ও দুই আসামির ইতোমধ্যে মৃত্যু হয়েছে। উচ্চ আদালতের একটি নির্দেশে ২০১৪ সাল থেকে হত্যা মামলাটির বিচারিক কার্যক্রম স্থগিত ছিল। মামলার বিচার কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় বিষয়টিকে ঘিরে প্রচন্ড আগ্রহের সৃষ্টি হয়েছে খুলনাবাসীর মধ্যে।

১৯৯৫ সা‌লের ২৫ এ‌প্রিল সকালে খুলনা মহানগরীর স‌্যার ইকবাল রোডস্থ বে‌সিক ব‌্যাং‌কের সাম‌নে শেখ আবুল কা‌শেমকে ব্রাশফায়ার করে হত্যা করা হয়। এ সময় তার গাড়িপালক মিকাইলও নিহত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন