ছাগলনাইয়ায় রং মিস্ত্রী জসিম উদ্দিন হাজারীর (৩৩) লাশ উদ্ধারের ঘটনায় ছাগলনাইয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (৩ মার্চ) জসিমের বোন গুলশান আরা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত মঙ্গলবার রাত ৮টায় ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া বঁধুয়া কমিনিটি সেন্টার এর সামনে থেকে স্থানীয়রা জসিম উদ্দিন হাজারীকে মুমুর্ষূ অবস্থায় দেখতে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত জসিম ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ডের কদলগাজী রোড়ের মৃত আবুল হোসেন'র ছেলে। পেশায় সে একজন রং মিস্ত্রী। জসিম বাঁশপাড়া গ্রামের ভাড়া বাসায় থাকতেন। স্থানীয়রা জানান, ঘটনাদিন সন্ধ্যায় জসিম অস্বাভাবিক আচরণ শুরু করেনভ ছাগলনাইয়া বাজারের ডায়মন্ড হোটেলে গিয়ে আসবাবপত্র ও রাস্তায় একটি সিএনজির গাড়ীর গ্লাস ভাংচুর করেন। স্থানীয় কয়েকজন যুবক তাকে বাসায় নিয়ে যাওয়ার পথে একপর্যায়ের অজ্ঞান হয়ে পড়ে সে। এ ঘটনায় রাতে জিজ্ঞাসাবাদের জন্য ছাগলনাইয়া পৌর শ্রমিকলীগের সভাপতি আলাউদ্দিন প্রকাশ জ্বিন আলাউদ্দিনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার রাতে ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। জসিম হাজারী এক কন্যা সন্তানের জনক। ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান পিপিএম জানান, জসিমের লাশ উদ্ধারের ঘটনায় তার বোন গুলশান আরা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন