শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ডিজিটাল ইনভার্টার এয়ার কন্ডিশনার ক্রয়ে ছাড় দিচ্ছে স্যামসাং

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ৮:৩৩ পিএম

শীতের বিদায়ের সাথে সাথে দেশে গরম পড়তে শুরু করেছে। তাই, গরমের তীব্রতা থেকে মানুষকে স্বস্তি দিতে শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং তাদের ক্রেতাদের জন্য এয়ারকন্ডিশনারের ওপর দুর্দান্ত ছাড় নিয়ে এসেছে। এই ছাড় সুবিধার আওতায়, ক্রেতারা ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি সমৃদ্ধ স্যামসাংয়ের বিভিন্ন মডেলের উন্নতমানের এসিগুলো ক্রয় করতে পারবেন।

রুমের আকার ও বাজেটের বিষয়কে অগ্রাধিকার দিয়ে ক্রেতারা তাদের পছন্দানুযায়ী এক থেকে দুই টনের স্যামসাং এসি কিনতে পারবেন। সহজে ও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায় বলে ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। নন-ইনভার্টার এসিগুলোর তুলনায় ডিজিটাল ইনভার্টার সুবিধাসম্পন্ন এসিগুলো পরিবেশের সাথে সাথে খুব ভালোভাবে তাদের ফাংশনালিটিকে সমন্বয় করতে পারে। স্যামসাংয়ের ডিজিটাল ইনভার্টার প্রযুক্তির সামগ্রিক কার্যকারিতা ব্যবহারকারী ও পরিবেশের উভয়ের জন্য বেশ কার্যকরী।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘বর্তমান সময়ে আমাদের ঘরের জন্য এসি কেনা খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন মডেলের এসি’র ক্ষেত্রে স্যামসাং ক্রেতাদের সর্বোচ্চ ১২.৫ শতাংশ ছাড় সুবিধা দিচ্ছে, তাই আমাদের ক্রেতারা অর্থের চিন্তা না করেই তাদের পছন্দের এসিটি ক্রয় করতে পারবেন। আমাদের ডিজিটাল ইনভার্টার সিস্টেম প্রযুক্তি পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করবে। যারা পরিবেশ সুরক্ষার কথা চিন্তা করেন তাদের জন্যই আমাদের এই এসিগুলো।’

এসি ক্রয়ের ক্ষেত্রে বাসা/ অফিসে বিনামূল্যে ইন্সটলেশন সুবিধা দিচ্ছে স্যামসাং। এক্ষেত্রে ছয় মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাওয়া যাবে। ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি সমৃদ্ধ এসিগুলো ৬৭,৯০০ টাকা থেকে ৯৮,৪০০ টাকার মধ্যে পাওয়া যাবে। এক্ষেত্রে, ক্রেতারা যেকোন স্যামসাং শোরুম কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন। বিস্তারিত জানতে আগ্রহী ক্রেতারা এই নম্বরে ০৮০০০৩০০৩০০ স্যামসাং ২৪ ী ৭ কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে পারবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন