শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পাঁচ বছরে সাড়ে ৬শ’ ধর্ষণ মামলা

মনিটরিংয়ে উচ্চ পর্যায়ের কমিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২১, ১২:০০ এএম

বিগত ৫ বছরে দেশে সাড়ে ৬শ’র বেশি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। এসব মামলা ১৮০ কার্যদিবসে বিরতিহীনভাবে নিষ্পত্তি করতে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা মনিটরিংয়ে তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো.আলী আকবর কমিটির প্রধান। কমিটির অপর দুই সদস্য হলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম বা তার প্রতিনিধি (অতিরিক্ত সচিব পদমর্যদার নিচে নয়) ও আইন মন্ত্রণালয়ের সচিব বা তার প্রতিনিধি (অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয়)।

গতকাল বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চ এক আদেশে এ কমিটি গঠন করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে হাইকোর্টে ধর্ষণ মামলার বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করা হয়। তাতে উল্লেখ করা হয়, গত ৫ বছরে দেশের থানাগুলোতে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ২০১৬ সালে ৪ হাজার ৩৩১টি, ২০১৭ সালে ৪ হাজার ৬৮৩টি, ২০১৮ সালে ৪ হাজার ৬৯৫টি, ২০১৯ সালে ৬ হাজার ৭৬৬টি ও ২০২০ সালের অক্টোবর মাস পর্যন্ত ৬ হাজার ২২০টি মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি মো: রেজাউল করিম স্বাক্ষরিত এ প্রতিবেদনটি দাখিল করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। এ সময় রিটের পক্ষীয় কৌঁসুলি হিসেবে ব্যারিস্টার অনিক আর হক, অ্যাডভোকেট ইয়াদিয়া জামান ও অ্যাডভোকেট শাহীনুজ্জামান শাহীন উপস্থিত ছিলেন। রিটের পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন