বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় কেরোসিন ঢেলে গৃহবধূকে হত্যাচেষ্টা

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ১২:০৪ এএম

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সাবেক স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠেছে। উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম সীমা (২৮)। তার দুই বছর বয়সী একটি কন্যা রয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আতিয়ার রহমান। তিনি পাশের গ্রামের আফসার বিশ্বাসের ছেলে ও বটকলের নামের একটি এনজিওর কর্মী।
গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, সন্তোষপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে সীমার সঙ্গে চার বছর আগে আতিয়ার রহমানের বিয়ে হয়। স¤প্রতি আতিয়ার গোপনে আরেকটি বিয়ে করার পর থেকে সীমার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। গত বছরের জুন মাসের দিকে গৃহবধূ সীমাকে শিশু সন্তানসহ বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এক পর্যায়ে ডিসেম্বর মাসের দিকে গৃহবধূকে তালাক দেন স্বামী। বিষয়টি নিয়ে গৃহবধূ বাদী হয়ে আদালত মামলা করেন। মামলার পর থেকে ক্ষুদ্ধ হয়ে ওঠে আতিয়ারের পরিবার। এ ঘটনার সূত্র ধরে গত মঙ্গলবার রাতে গৃহবধূ সীমাকে তার বাবার বাড়ির পাশের রাস্তা থেকে অপহরণ করে একটি মাঠে নিয়ে যায় দুর্বৃত্তরা। কাপড় দিয়ে মুখবাঁধা দুর্বৃত্তরা প্রথমে গৃহবধূর কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তার শরীরে কেরোসিন ঢেলে দেন। এসময় গৃহবধূর চিৎকারে মসজিদ ফেরত মুসল্লিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। গুরুতর আহত গৃহবধূকে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত গৃহবধূ সীমার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। তিনিও উত্তর দেয়ার চেষ্টা করেন কিন্তু কিছু বলতে পারছিলেন না। গৃহবধূর দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। খুব মৃদুস্বরে গৃহবধূ সীমা জানান, সাবেক স্বামী তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রতীক সাহা জানান, শরীরে কেরোসিন তেলের গন্ধ ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন