জুলফিকার আলী
বইমেলা
বই মেলাতে বছর বছর
লোকের লাগে ভিড়,
তবু যেন বিক্রি খাতায়
বিক্রিতে জাগে ধীর!
বই মেলাতে সবাই যায়না
বই কিনতে বুঝি,
কিছু লোক ঘুরতে যায় মিছিমিছি
সারা দিনতে দুঝি!
দুঝি মানে দুজন আছে
জবাব তাদের রেডি,
বইয়ের মূল্য অনেক চড়া
বলছে আমাদের টেডি!
কিনব কেমনে অত দামে বই
বলে দেখাই অযুহাত,
বই করতে খরচা আছে-
জানো কি?কযু জাত!
কযু জাত অনেক টাকা
খরচ করে মার্কেটে,
থাক!এসব কথা বলতে গেলে
যাবে পরে তার কেটে!
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন