শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রামগতিতে ইসলামী আন্দোলনের কমিটি গঠন

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ৩:২০ পিএম

লক্ষ্মীপুরের রামগতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এক সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন দলটির লক্ষ্মীপুর জেলা সভাপতি অনারারী ক্যাপ্টেন (অবঃ)মুহাম্মাদ ইব্রাহীম।এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মাওলানা মোঃ নুরুল আলম। সম্মেলন শেষে ডাঃ হাসান মাহমুদকে সভাপতি, মাওলানা কামাল উদ্দীন তাহেরীকে সহ-সভাপতি মাওলানা নেছার উদ্দিনকে সেক্রেটারী,
মাস্টার আরাফাত হোসেনকে জয়েন্ট সেক্রেটারী,কে এম রাকিব হোসাইনকে সাংগঠনিক সম্পাদক,মাহমুদুল হাসানকে প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক,হাফেজ রাছেল হুসাইনকে দপ্তর সম্পাদক,হাফেজ আল আমীনকে অর্থ ও প্রকাশনা সম্পাদক,
হাফেজ ইসমাইল হোসেনকে প্রশিক্ষণ সম্পাদক,
মোঃ শাহাদাত হোসেনকে ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক,মাওলানা ওসমান গনিকে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক,মাওলানা মাকসুদুর রহমানকে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক,মোঃ আব্দুল ওয়াহেদকে কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক,মোহাম্মদ জসিম উদ্দিনকে মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক,ক্বারী নূর মোহাম্মদকে সমাজ কল্যাণ সম্পাদক ও মোঃ মাহবুব রহমানকে শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন মুহাম্মাদ ইব্রাহীম বলেন,দ্বীনকে রাষ্ট্রীয় ভাবে বিজয় করতে আমাদেরকে ত্যাগের নমুনা দেখাতে হবে। সমাজ বিপ্লবের জন্য প্রয়োজন এক ঝাঁক জানবাজ কর্মী বাহিনী।ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বাংলাদেশের একটি আলোচিত ইসলামীক রাজনৈতিক দল হিসেবে সর্বমহলের কাছে প্রশংসিত।এই দলের মধ্যে কোন দূর্নীতিবাজ,সন্ত্রাস,চাঁদাবাজ ও টেন্ডারবাজের স্থান নেই।এখানে আছে সত্যেকারের নায়েবে রাসুল ও সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত এক ঝাঁক মর্দে মুজাহিদ।তাই রামগতির প্রতিটি মানুষের নিকট ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন আসন্ন ইউপি নির্বাচনে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুর জেলার সকল ইউপিতে এবার হাতপাখা প্রতিকের প্রার্থীরা শক্তি প্রদর্শন করবে ইনশাআল্লাহ।নির্বাচনে কোন ধরনের অনিয়ম কারচুপি বরদাস্ত করা হবেনা বলে হুশিয়ারি উচ্চারণ করেন এই নেতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন