শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এরদোগানকে নিজেই ফোন করবেন বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ১২:০১ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সঙ্গে আলোচনা করতে তাকে কল দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার মিডল ইস্ট মনিটর জানিয়েছে খোদ হোয়াইট হাউস থেকেই এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী ওভাল অফিস থেকে নিজেই তুর্কি প্রেসিডেন্টকে কল করবেন বাইডেন। ক্ষমতা গ্রহণের পর বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতার সাথে ফোনালাপ করেছেন বাইডেন। এ তালিকায় আছে কানাডা, মেক্সিকো, জাপান, জার্মানি, চীন, ব্রিটেন এবং ফ্রান্স। ছড়িয়ে পড়া গুঞ্জনে শোনা যাচ্ছে এরপরেই তুরস্ক এই তালিকায় আছে। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন, বিশ্বনেতাদের সঙ্গে বাইডেনের আলাপ চলবেই। সামনের কয়েক মাসে তিনি আরও অনেকের সাথে কথা বলবেন। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে শীতলতা চলছে। গতবছর মার্কিন পররাষ্ট্র সচিব মধ্যপ্রাচ্য সফরে এলেও তুরস্কে পা রাখেননি। অন্যদিকে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল কিনছে তুরস্ক। এটাও ভালো চোখে দেখছে না ওয়াশিংটন। এছাড়া, সিরিয়ায় হস্তক্ষেপ করেই চলেছে তুর্কি সেনারা। কারণ সিরিয়া ও ইরাক ভেঙ্গে স্বাধীন কুর্দিস্তান গঠিত হোক তা তুরস্ক চায় না কিন্তু মার্কিনীদের ইচ্ছে সম্পূর্ণ বিপরীত। মিডল ইস্ট মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
এমডি রায়হান ৭ মার্চ, ২০২১, ২:৫০ এএম says : 0
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান অত্যান্ত বিচক্ষণ ব্যক্তি
Total Reply(0)
রিপন ৭ মার্চ, ২০২১, ২:৫০ এএম says : 0
রজব তাইয়েপ এরদোগানের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন