শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

একরাতে ৫ দোকানে চুরি

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা

আশাশুনি উপজেলার কাদাকাটি হাজিরহাটে একরাতে ৫ দোকানে চুরি হয়েছে। বাজারের ব্যবসায়ীরা শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা একে একে ৫টি দোকানের শার্টারের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকাসহ অর্ধসহস্রাধিক টাকার মালামাল নিয়ে যায়। গতকাল শনিবার ভোরে পাশের লোকজন দেখে চাল ব্যবসায়ী মিলন, পোল্ট্রি ব্যবসায়ী হাফিজুল, রড-সিমেন্ট ব্যবসায়ী আবু সাইদ, অটো-রাইচ মিল ব্যবসায়ী মিজানুর ও জুতা ব্যবসায়ী লাকীর দোকানে চুরি হয়েছে।
সর্প দংশনে শিশুর মৃত্যু
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে গত বৃহস্পতিবার রাতে সর্প দংশনে এক শিশুর মৃত্যু হয়েছে। কুল্যার আগরদাড়ী গ্রামের নূর ইসলাম সরদারের স্ত্রী ঘটনার রাতে তার কন্যা মরিয়মকে (আড়াই বছর) নিয়ে ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে ঘুম থেকে জেগে তিনি দেখেন মরিয়মের একটি পায়ের অংশ বিশেষ বৃহৎ এক সাপের মুখের মধ্যে ঢুকে আছে। তার চিৎকার লোকজন এলে সাপটি শিশুর পা উগরে দিয়ে মেঝের একটি চালার মধ্যে চলে যায়। ওঝা এনে চিকিৎসার আগেই রাত ৩টার দিকে মরিয়ম মারা যায়। গত শুক্রবার সকাল ৮টায় ওঝা রেজাউল ঘরের মেঝে খুঁড়ে জীবন্তাবস্থায় পদ্মগোখরা সাপটি আটক করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন