শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

‘আলেমগণকে যারা মহাব্বত করবেন পরকালে তাদের সাথে হাসর-নাসর হবে’

স্টাফ রিপোর্টার, নরসিংদী : | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ১২:০০ এএম

নরসিংদী সদর উপজেলা মসজিদের খতীব মাওলানা মুফতী আতিকুল্লাহ বলেছেন, আলেমগণ নবীদের ওয়ারিশ। আলেমগনকে যারা দুনিয়াতে মহাব্বত করবেন পরকালে আলেমদের সাথে তাদের হাসর-নাসর হবে। পরকালে আমাদের জন্য সুপারিশ করবেন প্রথমে আমাদের নবী মুহাম্মদ (সা.) দ্বিতীয় সুপারিশ করবেন শহীদগণ, তৃতীয় সুপারিশ করবেন আলেমগণ। কাজেই আপনারা আলেমগণকে সম্মান করবেন মহাব্বত করবেন।

তিনি গতকাল বাংলাদেশ হাজী কল্যাণ সোসাইটি আয়োজিত প্রখ্যাত আলেমে দ্বীন ও হাজী কল্যাণ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মরহুম সুলতান উদ্দিন নুরী ও হাজী কল্যাণ সোসাইটির নরসিংদী সদরের সেক্রেটারী মরহুম আব্দুল হাই এর স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে এসব কথা বলেন। নরসিংদী আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন হাজী কল্যাণ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুজ্জামান গাজী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাজী কল্যান সোসাইটির মহাসচিব অ্যাডভোকেট হাবিবুল্লাহ শিকদার, মাওলানা অধ্যাপক মাছিউর রহমান, ডা. অছিউদ্দিন, আব্দুর রাজ্জাক মিয়া, মাওলানা কাজী আবদুল হামিদ, নরসিংদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাভোকেট সিরাজ মিয়া, ব্যবসায়ী কামরুজ্জামান জন্টু, মাওলানা হাবিজ উদ্দিন, জামান উদ্দিন সরকার, মাওলানা সুলতান উদ্দিন নূরীর সন্তান জোবায়ের হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন