শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষে সুনামগঞ্জে নিহত ১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ১২:০০ এএম

সুনামগঞ্জের সদর উপজেলার বনগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে কামাল হোসেন নামে এক চোরাকারবারি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক বিজিবি সদস্য।

গতকাল শনিবার বিকেলে সীমান্তের ১২১৫ নম্বর আন্তর্জাতিক পিলারের পূর্ব দিকে সাংবাদিক টিলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল হোসেন মারা যান।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম বলেন, গতকাল শনিবার বিকেলে বনগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ২৫-৩০টি গরু এনেছিল স্থানীয় চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি গরুগুলো আটক করার চেষ্টা করলে চোরাকারবারিদের সঙ্গে ইসলামপুর গ্রামের কিছু লোকও দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির ওপর হামলা করে। চোরাকারবারিদের দায়ের কোপে একজন ল্যান্স নায়েক আহত হন। এ সময় আত্মরক্ষার্থে গুলি করলে কামাল হোসেন নামের এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয় বলে জানতে পেরেছি। সে মারা গেছে কিনা সে বিষয়টি আমাদের জানা নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন