মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাওনা টাকা চাওয়ায় জীবন গেল

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

পাওনা টাকা চাইতে গিয়ে কিল ঘুষি লাথিতে আহত মাসুদ মিয়া (৩৫) ১২ ঘণ্টা পর অবশেষে গতকাল রোববার সকালে মদন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত মাসুদ মিয়া নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের ইজ্জত আলীর ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বাঁশরী গ্রামের মাসুদ মিয়ার কাছ থেকে একই গ্রামের তানভীর সাড়ে ৬ হাজার টাকা ধার নেয়। মাসুদ গত শনিবার সন্ধ্যার পর তানভীরের নিকট পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে তানভীর সাথে রোমানকে নিয়ে মাসুদের ওপর ঝাপিয়ে পড়ে এবং নাকে মুখে ও শরীরের বিভিন্ন অংশে কিল ঘুষি লাথি মারতে থাকে। এ সময় মাসুদ মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। মাসুদ দীর্ঘ ১২ ঘণ্টা চিকিৎসার পর রোববার সকাল ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ প্রসঙ্গে মদন থানার ওসি মাসুদুজ্জামান বলেন, লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন