শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাপ্তাইয়ে আবারো হাতির আক্রমণে মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার বন উন্নয়ন প্রশিক্ষণ ছাত্রাবাসের সামনে ৪ বাংলো নৌবাহিনী সড়ক এলাকায় আবারও বন্যহাতির আক্রমণে পয়তাল্লিশ উধর্ব এক পুরুষ পাগলের মৃত্যু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন তালুকদার জানান, বহুদিন ধরে এলাকার একজন পাগল জঙ্গলে এবং এলাকার আশপাশে প্রায় ঘুরাঘুরি করতে দেখা যায়। গতকাল ভোর ৬টায় বন প্রহরীরা ডিউটি করার সময় দেখে ঐ পাগলকে বন্যহাতি আক্রমণ করে হাত-পা বিচ্ছিন্ন করে সড়কের পাশে ফেলে রাখে। পরে তিনি স্থানীয় প্রশাসনকে খবর দেন বলে উল্লেখ করেন। গত বছরেও একই এলাকায় স্থানীয় আরো এক পাগলকে হাতি আক্রমণ করে মেরে ফেলে। এ নিয়ে কাপ্তাইয়ে গত ২ বছরে বন্য হাতির আক্রমণে ৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে কাপ্তাই পুলিশ সার্কেল রোশন আরা রব জানান, বর্তমানে হাতির উৎপাত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বন্য হাতিরদল ক্যাম্পের ভেতর ও আশপাশের এলাকায় ডুকে পরে। এতে করে সকলেই আতংকিত হয়ে পরছে বলে উল্লেখ করেন। হাতির আক্রমণে নিহত ব্যাক্তির লাশ দেখতে ঘটনাস্থলে পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ (ডিএফও), কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, এসিল্যান্ড মাঈনুল হোসেন চৌধুরী, সহকারী বন সংরক্ষক মীর মোস্তাফিজুর রহমান ও কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ প্রমুখ ঘটনাস্থল পরির্দশন করে। এ ব্যাপারে কাপ্তাই থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন