শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আবার জোরদার হচ্ছে স্কটল্যান্ডের স্বাধীনতা দাবি

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্ট্রুজেন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে যাওয়ার পর এখন স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়ে নতুন করে আলোচনা শুরুর সময় এসেছে। গত শুক্রবার স্কটল্যান্ডের মধ্যাঞ্চলীয় স্টার্লিং শহরে স্ট্রুজেন এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, স্কটল্যান্ডের স্বাধীনতা ও গণভোটের বিষয়ে তিনি এ যাবৎকালের সবচেয়ে বড় আলোচনা শুরু করতে যাচ্ছেন। তিনি বলেন, আমরা এখন পূর্ণভাবে বুঝতে চাই জনগণ ইউরোপ, ব্রেক্সিট ও স্বাধীনতা সম্পর্কে এখন কী ভাবছে। আমরা বুঝতে চাই মানুষের মধ্যে কী ধরনের উদ্বেগ আছে এবং তারা কী ধরনের জবাব চায়। যদি পারি তাহলে আমরা এসব বিষয়ে মতৈক্য তৈরি করব। স্কটিশ ফার্স্ট মিনিস্টার বলেন, ইউরোপীয় ইউনিয়ন হতে ব্রিটেন বের হয়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত প্রতিটি জরিপে দেখা যাচ্ছে- স্কটল্যান্ডের জনগণের মধ্যে স্বাধীনতার প্রতি সমর্থন বাড়ছে। ২০১৪ সালে ব্রিটেনে থাকার পক্ষে যেখানে শতকরা ৫৫ ভাগ মানুষ সমর্থন দিয়েছিল এখন তা এসে দাঁড়িয়েছে শতকরা ৪৫ ভাগে। এ প্রসঙ্গে স্ট্রুজেন বলেন, আমি মনে করি আমাদের স্বার্থ রক্ষার জন্য কোনটি ভাল পথ তা পরিষ্কার হলে স্বাধীনতার প্রতি সমর্থন আরো বাড়বে। রেডিও তেহরান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন