শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

১২ এপ্রিল শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ

দুই টেস্ট সিরিজ : মে’তে আসছে লঙ্কানরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২১, ১২:০০ এএম

সফর চূড়ান্ত হয়েছিল আগেই। এবার শ্রীলঙ্কা যাওয়ার তারিখও ঠিক হয়ে গেছে। দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল দ্বীপ দেশটিতে যাচ্ছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজের পর পরই ফিরতি সফরে বাংলাদেশে ওয়ানডে খেলতে আসবে লঙ্কানরা। মোটামুটি ঠিকঠাক সেই দিনতারিখও। গতকাল গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবিই) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের প‚র্ণাঙ্গ সূচি প্রকাশ করবে লঙ্কান ক্রিকেট বোর্ড।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড চ‚ড়ান্ত হয়ে গেছে। তবে এই আসরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুটো ম্যাচ বাকি আছে। টুর্নামেন্টের দিক থেকে তেমন কিছু পাওয়ার না থাকলেও কিছু পয়েন্ট যোগ করার সুযোগ বাংলাদেশের। নিজামউদ্দিন জানান, ১২ এপ্রিল কলম্বো পৌঁছে সপ্তাহ খানেক কোয়ারেন্টিনে থাকবে হবে ক্রিকেটারদের। তবে কোয়ারেন্টিনের সময়ে থাকবে অনুশীলন সুবিধা, ‘দুই টেস্টই এক জায়গায় হবে। বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল আগামী সম্ভবত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্যান্য প্রটোকল যে সব আছে এসবরে মধ্যেই বাংলাদেশ দল থাকবে।’
টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেই সপ্তাহ দুয়েকের বিরতি।
‘তারপর লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় প্রতিটি ম্যাচই হবে বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপ‚র্ণ, ‘আশা করছি টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার পরে আমাদের সঙ্গে শ্রীলঙ্কার ঘরের মাঠে তিন ম্যাচের ওডিআই সিরিজ হওয়ার কথা। এই তিন ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা মে মাসের ২০ তারিখের দিকে বাংলাদেশে আসবে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন