ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। এতে করে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ও সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে সিরাজগঞ্জের নলকা পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত দুই লেনে যানবাহন চলাচল, সেতুর পশ্চিম পাড়ে চার লেনের কাজ চলমান থাকা, লেন বাদ দিয়ে এলোমেলো গাড়ি চলাচলের কারনে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। যানজটের কারনে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।
সেতু কর্তৃপক্ষ জানায়, গেলো রোববার সন্ধ্যা থেকে মহাসড়কটিতে যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। রোববার সন্ধ্যা ৬ টা থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত সেতু দিয়ে ১৩ হাজার যানবাহন পাড়াপাড় হয়েছে। স্বাভাবিকভাবে যানবাহন পাড়াপাড়ের কথা ১০ হাজার। গাড়ির চাপ বেশি থাকায় সেতুর উভয় পাড়ে গাড়ি দীর্ঘ সারি রয়েছে। এছাড়াও লেন বাদ দিয়ে এলোমেলো গাড়ি চলাচলের কারনে সড়কের বিভিন্ন স্থানে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন