বগুড়া-৭ সংসদীয় আসনের এমপি রেজাউল করিম বাবলুর বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ এনে চিঠি দিয়েছে দুদক। গত ৭ মার্চ ম্যাসেঞ্জার মারফত পাঠানো নোটিশে তাকে ১৪ মার্চ স্বপরিবারে বগুড়া দুদকের কার্যালয়ে উপস্থিত হয়ে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বগুড়া দুদকের উপ-পরিচালক আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনে রেজাউল করিম বাবলু স্বতন্দ্র প্রার্থী হিসেবে জয়লাভ করে এমপি নির্বাচিত হন। নির্বাচনে অংশগ্রহণ উপলক্ষে তিনি তার দাখিলকৃত হলফনামায় অতি সামান্য পরিমাণে সম্পদ বিবরণী দাখিল করলেও এমপি হওয়ার কিছুদিনের মধ্যে দামি গাড়িসহ বিপুল পরিমাণে সম্পদের মালিক বনে যান বলে পত্র পত্রিকায় খবর প্রকাশিত হয়। উল্লিখিত খবর ও প্রাসঙ্গিক অভিযোগ থাকায় তাকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ মোতাবেক তাকে এখন জবাব দিতে হবে। তার জবাবের ভিত্তিতে পরবর্তি তদন্ত কাজ চালাবে দুদক।
এদিকে নোটিশ পেয়ে এমপি বাবলু তা ফেসবুক একাউন্টে দেয়া একটি স্টাটাসে দুদকের নোটিশ প্রাপ্তির ঘটনা স্বীকার করে এটিকে তার সংশোধনীর সুযোগ বলে উল্লেখ করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন