শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ছাত্রলীগ দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ : আটক ৬

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০০ এএম

আধিপত্য বিস্তারের জেরে নগরীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক নেতা নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ ইমন রনি (২৭) বায়েজিদ থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য। তিনি আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনির নূর কাসেমের ছেলে। রোববার রাতে নগরীর বায়েজিদ থানার আরেফিন নগরে সংঘর্ষের এ ঘটনায় গতকাল সোমবার ছয়জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। ওসি প্রিটন সরকার জানান, হত্যাকান্ডের পর এলাকায় তল্লাশি চালিয়ে এবং সিসিটিভি ফুটেজ দেখে এ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তারা হলেন- মো. আহসান কবির (২৬), মো. সোহেল (২৯), মো. ফজর আলী (২৯), মো. লিটন (২৮), মো. নুর আলম (২৭) ও মো. রুবেল (২৫)।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় সোহেল গ্রুপ ও রিপন গ্রুপের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত রনিকে চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছেন, নিহত ইমন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানভীর আহমেদের অনুসারী সোহেল গ্রুপের কর্মী। অন্য পক্ষ একই প্রতিষ্ঠানের ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মোহাম্মদ মহিউদ্দিনের অনুসারী রিপন গ্রুপের কর্মী। উভয় গ্রুপ আবার নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম উদ্দীনের অনুসারী। তবে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর জানিয়েছেন, নিহত ইমন নগর ছাত্রলীগের ঘোষিত কমিটির নয়, পাল্টা কমিটির সদস্য।
গৃহবধূর রহস্যজনক মৃত্যু : নগরীর আন্দরকিল্লায় মম্মি বড়–য়া (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাতে প্যারাগন সিটি ভবনের বাসা থেকে অচেতন অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মম্মি বড়–য়া রাউজানের পাহাড়তলী এলাকার সুমন বড়–য়ার স্ত্রী। সুমন বড়–য়ার পরিবারের দাবি, মম্মি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ বলছে, তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন