বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

এমপি-মেয়র দ্বন্দ্বে হরতাল

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০০ এএম

ময়মনসিংহের গৌরীপুরে আধিপত্য দ্বন্দ্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি ও মেয়ররের দ্বন্দ্বের জের ধরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আধা বেলা হরতাল পালন করেছেন মেয়র সমর্থকরা। সোমবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এ আধাবেলা হরতাল চলে।

জানা যায়, হরতালের কারণে কাঁচাবাজার, মাছবাজার, ওষুধ ও খাবারের দোকানও বন্ধ ছিল। পৌর বাসস্ট্যান্ড, অটোস্ট্যান্ড থেকে কোনো যানবাহন আন্তঃসড়কে চলাচল করেনি। হরতালের কারণে পুরো শহর ছিল ফাঁকা। এ সময় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ মোতায়েন করা হয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীদের তথ্যে জানা যায়, গৌরীপুর পৌরসভার নবনির্বাচিত হ্যাট্রিক বিজয়ী পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে রোববার দুপুরে গুলিবর্ষণ ও হামলা চালায় এমপি পুত্র রাজিবের সমর্থকরা। মূলত এ ঘটনার প্রতিবাদে এ হরতাল পালিত হয়। তবে গুলির অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন এমপি পুত্র যুবলীগ নেতা তানজীর আহম্মেদ রাজীব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন