শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সারা বাংলার খবর

নওগাঁর সাপাহারে ইয়াবা ও গাঁজা সহ মাদক ব্যবসায়ী রহিম আটক

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ৭:৩২ পিএম

নওগাঁর সাপাহারে ৫৫পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৫০ গ্রাম গাঁজা সহ রহিম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে থানা পুলিশ আটক করেছে।

অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার (তারেক) জানান, কলমুডাঙ্গা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী রহিম তার নিজ বাড়িতে বসে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এস আই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ এস আই আলিমুজ্জামান, এ এস আই রেজওয়ানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ রহিমের বাড়িতে অভিযান চালিয়ে ৫৫০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ওই মাদক ব্যবসায়ী আটক করে।

পরে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়। আটককৃত রহিম উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন