শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ৯

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের কোয়েটারের মুলতান চক এলাকায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। গত শনিবার এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে আরো ৩৫ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস এ খবর জানিয়েছে। স্বরাষ্ট্র সচিব আকবর হোসেন দুরানি জানান, বোমা বিস্ফোরণে চার রেঞ্জার নিহত হয়েছেন। নিহত অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি। রেঞ্জারদের গাড়ির বহর লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছেছেন। কোয়েটা সিভিল হাসপাতালসহ পার্শ্ববর্তী সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর আগে গত ১৩ জানুয়ারি কোয়েটার একটি টিকাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হন। নিহতদের অধিকাংশই ছিলেন পুলিশ সদস্য।
টেলিভিশনের এক ফুটেজে দেখা যায়, কয়েকজন নিরাপত্তা কর্মীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হচ্ছে। গত এক দশকেরও বেশি সময় ধরে এ ধরনের সহিংস হামলার ঘটনা ঘটে আসছে কোয়েটাতে। পাকিস্তানের মতো বৃহত্তম এই প্রদেশটিতে সংখ্যায় সামান্য হলেও একটি আদিবাসী বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে। এছাড়া আল কায়েদা সম্পর্কিত কয়েকটি জঙ্গি সংগঠনও সক্রিয় রয়েছে এখানে। ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন