বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

স্বাধীনতা কাপ নারী হকি শুরু ১৪ মার্চ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ৮:২৫ পিএম

দেশে প্রথমবারের টার্ফে গড়াচ্ছে স্বাধীনতা কাপ নারী হকি টুর্নামেন্ট। ১৪ মার্চ থেকে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্টের খেলা। এ আসরে ১৩টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ পর্বের খেলা চলবে ২১ মার্চ পর্যন্ত। দলগুলো হলো- ‘ক’ গ্রুপ ঝিনাইদাহ, জয়পুরহাট ও ঠাকুরগাঁও, ‘খ’ গ্রুপ নড়াইল, চট্টগ্রাম ও যশোর, ‘গ’ গ্রুপ রাজশাহী, রংপুর ও দিনাজপুর এবং ‘ঘ’ গ্রুপ বিকেএসপি, কিশোরগঞ্জ, কক্সবাজার ও ময়মনসিংহ।।

গ্রুপ পর্ব শেষে ২৩ মার্চ দু’টি সেমিফাইনাল এবং ২৪ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দল ৬০ হাজার, রানার্স আপ দল ৪০ হাজার, সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা ১০ হাজার টাকা করে প্রাইজমানি পাবেন। বিকেএসপি এবারই প্রথম অংশ নিবে। চলতি বছর নতুন করে মহিলা দল গঠন করেছে তারা। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন