যশোর ব্যুরো : যশোর শহর থেকে তিনদিন আগে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় লাশটি চৌগাছায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের (৫০)। শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা যশোর কোতোয়ালী মডেল থানায় গিয়ে লাশের ছবি দেখে শনাক্ত করেছেন। নিখোঁজের ঘটনায় তাঁর ছেলে শাহিনুর রহমান চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিহত আবুল কাশেম চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি চারদিন আগে নিখোঁজ হয়েছিলেন।
পুলিশ জানায়, চৌগাছা উপজেলার পাশাপোল ইউপি চেয়ারম্যান আবুল কাশেম গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তার ঘনিষ্ঠ আলী আহম্মদের ছেলে আশিককে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে যশোরের উদ্দেশ্যে যান। যশোর শহরের ধর্মতলায় তার সহযোগী চেয়ারম্যানকে রেখে বাড়িতে চলে যান। এরপর থেকে তিনি তার পরিবারের ও এলাকাবাসীর সাথে কোনো যোগাযোগ করেননি।
চেয়ারম্যান আবুল কাশেমের স্ত্রী ফিরোজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী আবুল কাশেম বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে।
আবুল কাশেমের ছেলে শাহিনুর রহমান জানান, গত ৪ দিন ধওে চেয়ারম্যান আবুল কাশেমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। কোতোয়ালী থানায় অজ্ঞাত লাশের ছবি দেখে শনাক্ত করেছি আমরা।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, বৃহস্পতিবার যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকা থেকে মধ্যবয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন অজ্ঞাত লাশটি আবুল কাশেমের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন