বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সড়ক সংস্কারের দাবিতে নলছিটিতে সড়ক অবরোধ

নলছিটি (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ২:৪৩ পিএম | আপডেট : ২:৫১ পিএম, ১০ মার্চ, ২০২১

ঝালকাঠির নলছিটি-দপদপিয়া সড়ক সংস্কারের কাজ দ্রুত শেষ করার দাবিতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। অবরোধ করায় নলছিটির সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে কয়েক হাজার সাধারণ যাত্রীদেরকে পড়তে হয় সীমাহীন দূর্ভোগে।

আজ বুধবার (১০ মার্চ) সকাল ১০ টা থেকে বিক্ষুব্ধ জনতা কুমারখালী এলাকায় সড়ক অবরোধ করেন।

দীর্ঘদিন ধরে এ সড়কের অচল অবস্থা না কাটায় এ অবরোধ করা হয়েছে বলে জানায় ভ‚ক্তভোগীরা। তারা আরও জানান, দীর্ঘদিন পর্যন্ত ঠিকাদারের অবহেলায় রাস্তাটি বেহাল অবস্থায় পরে রয়েছে।

বর্তমানে রাস্তাটি ভাঙ্গাচুড়া ও বেহাল দশায় পরিণত হওয়ায় হাজার হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। রোগী নিয়ে এ রাস্তা দিয়ে হাসপাতালে চলাচলে বেকায়দায় পরতে হয় রোগী সহ স্বজনদের। ঠিকাদারকে বারবার অবহিত করা হলেও বিভিন্ন অযুহাতে কাজ বন্ধ রয়েছে বলে এড়িয়ে যান। বর্তমানে এ রাস্তা দিয়ে চলাচল একেবারে কষ্টসাধ্য হয়ে পড়েছে। রাস্তাাটি দ্রুত সংস্কার করা এখন সকলের প্রাণের দাবি হয়ে উঠেছে।

এ সড়কের সংস্কারে টেন্ডার হওয়া সত্তে¡ও অর্থাভাবে কাজ করছেন না ঠিকাদাররা। এ ব্যাপারে প্রায়শই মানববন্ধন করা হলেও সংস্কার কাজ চলছে না।

এসময় ঠিকাদারের লাইসেন্স বাতিল সহ বিচার চেয়ে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শেষ করার দাবি জানান এলাকাবাসীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন