মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ব্রাজিলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ব্রাজিলে করোনা ভাইরাস সংক্রমণ আবার ভয়াবহ রূপ ধারণ করেছে। মঙ্গলবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে সেখানে। এদিন মারা গেছেন কমপক্ষে ১৯৭২ জন। দেশটির হাসপাতাল ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, দেশটির ফিওক্রুজ ইনস্টিটিউট এক সতর্কবার্তায় এসব কথা বলেছে। রিও ডি জেনিরোভিত্তিক এই প্রতিষ্ঠান বলেছে, ব্রাজিলে মোট ২৭টি রাজ্যের মধ্যে ২৫টির রাজধানীতে প্রকট আকার দেখা দিয়েছে হাসপাতাল ব্যবস্থায়। এসব রাজ্যের রাজধানীগুলোর আইসিইউ বেডের শতকরা ৮০ ভাগই করোনা রোগীতে পূর্ণ। মঙ্গলবারের মৃত্যু নিয়ে দেশটিতে মোট কমপক্ষে ২ লাখ ৬৬ হাজার মানুষ মারা গেছেন। সংক্রমণ দেখা দেয়ার পর সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে এক কোটি ১০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ মৃত্যুর সংখ্যার দিক দিয়ে ব্রাজিল দ্বিতীয়। আক্রান্তের দিক দিয়ে সারা বিশ্বে তৃতীয়। সংগঠনটি বলেছে, ২০২০ সালে করোনার বিরুদ্ধে লড়াইয়ে হেরে গেছে ব্রাজিল। ২০২১ সালের প্রথম অর্ধাংশে এই বিয়োগান্তক ঘটনার সামান্য পরিবর্তনও দেখা যাচ্ছে না। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন