বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অনলাইনে ভ্যাট ১৮ প্রতিষ্ঠান ও ব্যক্তি পেল সম্মাননা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ১২:০০ এএম

জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন ১২টি কমিশনারেট দফতরের মধ্যে অনলাইনে ভ্যাট রিটার্ন জমায় পরপর ছয়বার কুমিল্লার শীর্ষস্থান অর্জন উপলক্ষে গতকাল কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট দফতরের উদ্যোগে ১৮টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের ফান টাউন পার্কে এই অনুষ্ঠান হয়।

কুমিল্লা কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. আবদুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল- কুমিল্লা বিসিক শিল্পনগরীর সুতা ও জাল তৈরির প্রতিষ্ঠান ফরিদ গ্রুপ, আবদুল মোনেম গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, নিপ্রো জেএমআই ফার্মাসিস্ট লিমিটেড, গ্লোব, পিএইচপি, সফিউল আলম স্টিল, ভার্চুয়াল ফান টাউন, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুর জেলার চেম্বার অব কমার্স শিল্প ও বণিক সমিতি এবং কয়েকজন ব্যক্তিকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশের অদম্য অগ্রযাত্রায় আমরা ভূমিকা রেখেছি। এক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের ভ্যাট অনলাইনে দেওয়াতে কুমিল্লা আগস্ট মাস থেকে প্রথম হয়ে আসছে। এই কারণে এ সম্মাননা দেয়া হচ্ছে। কমিশনারেটের ছয়টি জেলায় দলবদ্ধ প্রচেষ্টা, প্রতিযোগিতা এ অভূতপূর্ব সাফল্যের মূল নিয়ামক এবং দেশ প্রেমে উদ্ধুদ্ধ কর্মকর্তাদের পরিশ্রম ও সাফল্যের পিপাসা কুমিল্লা কমিশনারেটকে রাজস্ব প্রবৃদ্ধি ও রিটার্ন দাখিলে ধারাবাহিক সাফল্য এনে দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন