শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নাইজেরিয়ায় লাসা জ্বরে শতাধিক প্রাণহানি

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জিকা ভাইরাসের আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এর মধ্যে ফের দাপট ছড়াচ্ছে ভাইরাস জনিত পুরনো জ্বর লাসা। এ জ্বরে শুধু নাইজেরিয়াতেই গত আগস্ট থেকেই প্রাণহানি ঘটেছে ১০১ জনের। গত শনিবার এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। নাইজেরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) জানিয়েছে, গত আগস্ট মাসে এই ভাইরাসের প্রাদুর্ভাবের পর সবমিলিয়ে ১৭৫ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১০১ জন। বর্তমানে রাজধানী আবুজাসহ দেশের ১৭টি রাজ্যে লাসা জ্বর ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে আবুজা ও লাওসসহ ১৪টি প্রদেশে মারা গেছেন ১০১ জন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন