শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাংলাদেশ নৌবাহিনীর হকি প্রতিযোগিতা সমাপ্ত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ৫:৫২ পিএম

বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক হকি প্রতিযোগিতা-২০২১ বিএন ডকইয়ার্ডের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রামের বানৌজা ঈসাখান আঞ্চলিক ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।

আইএসপিআর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ দিন ব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সমাপনী দিনে বানৌজা ঈসাখান ও কমখুল দলের মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বানৌজা ঈসাখান দল কমখুল দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বানৌজা ঈসাখান দলের লেঃ মামুনুর রশিদ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন