শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জে বাদীর পানের বরজ ভাংচুর করলেন আসামিরা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ৭:৫২ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-জমা নিয়ে মারামারির মামলার আসামিরা ভাংচুর করেছেন বাদীর পানের বরজ। ঘটনাটি শুক্রবার সকালে উপজেলার শান্তিরাম গ্রামে ঘটেছে। এঘটনায় থানায় আরও একটি লিখিত এজাহার দিয়েছেন বাদী নুরুল ইসলাম।

ঘটনাস্থল ও অভিযোগ সূত্রে জানা গেছে, শান্তিরাম গ্রামের সামছুল হকের ছেলে নুরুল ইসলামের সাথে তার প্রতিবেশী আঃ হামিদগংয়ের জমি-জমার বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে হামিদগং গত জানুয়ারি মাসে নুরুল ইসলামগংদের মারপিট করলে ৯ জানুয়ারি থানায় একটি মামলা দায়ের করেন। যা এখনও তদন্তাধীন। এরপর আসামিরা ক্ষিপ্ত হলে নুরুল ইসলাম আদালতে ১০৭/১১৭ ধারায় পিটিশন মামলা করেন। এ মামলায় আসামিরা আদালতে মুচলেকা দেন। এমতাবস্থায় শুক্রবার সকালে আসামিরা আবারও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নুরুল ইসলামের জমি জবর দখল করার জন্য জমির সীমানার খুঁটি তুলে নিয়ে পানের বরজ ভাংচুর করে পান গাছ ছিড়ে ফেলে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেন।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন