বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হাইতিতে অন্তর্বর্তী সরকার গঠনে সমঝোতা চুক্তি সই

২৪ এপ্রিল আবারও প্রেসিডেন্ট নির্বাচন, অভিষেক ১৪ মে

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হাইতিতে প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে সম্মত হয়েছেন দেশটির রাজনীতিবিদরা। তিন দফা প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত হওয়ার পর দেশটিতে নেতৃত্বশূন্যতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়ায় রাজনীতিবিদরা একটি সমঝোতায় উপনীত হওয়ার চেষ্টা করেন। এর ফলে দেশটির নেতারা সমঝোতা চুক্তি সই করায় এই সংকট থেকে আপাতত মুক্তির পথ পাওয়া গেল বলে মনে করা হচ্ছে। গতকাল রোববার দেশটির প্রেসিডেন্ট মিশেল মর্টেলির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী চলতি বছরের ২৪ এপ্রিল দেশটিতে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন প্রেসিডেন্টের অভিষেক হবে ১৪ মে। চুক্তি অনুযায়ী দেশটির পার্লামেন্ট চার মাসের জন্য একজন অন্তর্বর্র্তীকালীন প্রেসিডেন্ট নির্বাচন করবে। নতুন এই চুক্তিতে পার্লামেন্টের উভয়কক্ষের প্রেসিডেন্টই সই করবেন। নয়া প্রধানমন্ত্রী মনোনয়নে পার্লামেন্ট সম্মত হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী ইভাস পলই দায়িত্ব পালন করে যাবেন।
দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অস্থিতিশীলতার পর নতুন চুক্তি ক্যারিবীয় এই জাতির সামনে নতুন করে শুরু করার একটি সুযোগ। তবে বিদায়ী প্রেসিডেন্ট মর্টেলি সতর্ক করে দিয়ে বলেছেন, আমাদের সজাগ থাকতে হবে। কারণ কোনো কোনো মানুষ এই চুক্তি সমর্থন করছে না। হাইতির নির্বাচন কাউন্সিল তিন দফা প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করে। এর আগে গত শুক্রবার, রাজধানী পোর্ট-অ-প্রিন্সে সেনাবাহিনীর সন্দেহভাজন সাবেক সদস্য বিক্ষুব্ধ জনতার মারধরে নিহত হয়েছেন। সাবেক সেনাদের সঙ্গে সরকারবিরোধীদের সহিংসতা চলাকালে ওই ব্যক্তি মারা যান। কারচুপির অভিযোগ এবং সহিংসতার কারণে গেল মাসে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। হাইতির প্রথম দফা নির্বাচনে প্রেসিডেন্ট মিশেল মর্টেলি সমর্থিত প্রার্থী জোভেনেল মোসি এগিয়ে ছিলেন। তিনি পেয়েছিলেন এক-তৃতীয়াংশ ভোট। আর বিরোধী প্রার্থী পেয়েছিলেন এক-চতুর্থাংশ ভোট। কিন্তু নির্বাচনে ক্ষমতাসীন প্রার্থীর পক্ষে ব্যাপক কারচুপির অভিযোগ করে রান অফ ভোট বর্জন করেন বিরোধীরা। কয়েক দশক ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার পর ছয় বছর আগে প্রলয়ঙ্করী এক ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয় হাইতি। ওই ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের রাজনৈতিক অচলাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে ক্যারিবীয় দেশটি। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন