শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অসুস্থতা নিয়েই প্রচারণায় নামছেন মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থতা নিয়েই সোমবার ফের প্রচারণায় নামার ঘোষণা দিয়েছেন। সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে ঝাড়গ্রাম জেলা থেকে তার সফর শুরু হবে। হুইলচেয়ারে বসেই প্রচারণার কাজ চালাবেন তিনি। সফরে নামার আগে রোববার বাড়ি থেকেই তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন মমতা। বৃহস্পতিবার ইশতেহার প্রকাশের কথা থাকলেও তার আকস্মিক দুর্ঘটনার কারণে কর্মস‚চিতে কিছুটা পরিবর্তন আনতে হয়। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পান মমতা। বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দিয়ে কেন্দ্র সফরের সময় ‘হুড়োহুড়িতে’ বাম পায়ে মারাত্মক চোট পান তিনি। আঘাত লাগে শরীরের আরও কয়েকটি জায়গায়। দ্রুত সেখান থেকে তাকে নেয়া হয় এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকরা মমতাকে আরও ৪৮ ঘণ্টা হাসপাতালে থাকার জন্য বলেছিলেন। এছাড়াও অন্তত ৭ দিন বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছিল তাকে। কিন্তু সেই পরামর্শ উপেক্ষা করেই বাড়িতে ফিরে যান মমতা। ৭ দিনের মাথায় আবার তার মেডিকেল পরীক্ষা করার কথা রয়েছে। বাড়ি ফিরে তৃণমূল নেত্রী বলেন, ‘আঘাত, যন্ত্রণা সবকিছুর পরেও বলছি, মানুষের কাছে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কারণ নির্বাচন একটি বড় রাজনৈতিক সংগ্রাম। সেখানে মানুষই আমার শক্তি। তাই নিজের কষ্টের থেকে মানুষের সামনে পৌঁছানো আমার কাছে বেশি জরুরি।’ এ পরিস্থিতিতে মমতাকে চলাফেরা করতে হবে হুইল চেয়ারে। ফলে ব্যবস্থা করা হয়েছে দুটি হুইল চেয়ারের। একটি তার গাড়ির ‘সিট’ খুলে সেখানে বসানো হবে। ওই হুইলচেয়ারেই তিনি ঢালু পথ বেয়ে উঠবেন হেলিকপ্টার বা বিমানে। মঞ্চে ওঠার জন্য একইভাবে থাকবে ঢালু পথ। হুইলচেয়ারে বসে বক্তৃতা করবেন মমতা। নির্বাচনী সফরের সময় বিভিন্ন জেলায় যেসব হোটেল বা গেস্ট হাউসে তিনি থাকবেন, সেখানেও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে। তিনি আরও বলেন, ‘নিজের সুবিধা-অসুবিধার কথা ভাবার সময় এখন নয়। আমি বিশ্বাস করি, যাদের সামনে যাব, সেই জনতার সহযোগিতা পাব। এটাই সব চেয়ে বড় পাওয়া।’ এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন