আগামী ১১ এপ্রিল ষষ্ঠ ধাপে দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য ৩৮২ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
শনিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে নুর উদ্দিন চৌধুরী নয়নকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। এ ছাড়াও নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলে উল্লেখিত ১১টি পৌরসভা (ষষ্ঠ ধাপ) ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের (প্রথম ধাপ) মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ ব্যতীত অবশিষ্ট বিভাগগুলোর ইউনিয়ন পরিষদের (নির্বাচন কমিশনের তফসিলে ঘোষিত) চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা দেওয়া হয় :
পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ (ষষ্ঠ ধাপ)
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভায় মো. গিয়াসউদ্দীন চৌধুরী, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভায় মো. আসলাম, যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভায় সুশান্ত কুমার দাস, ঝালকাঠি পৌরসভায় মোহাম্মাদ লিয়াকত আলী তালুকদার, ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় এ. এফ. এমডি রেজা, কক্সবাজারের চকরিয়া পৌরসভায় আলমগীর চৌধুরী, মহেশখালী পৌরসভায় মকসুদ মিয়া, ফেনীর সোনাগাজী পৌরসভায় মো. রফিকুল ইসলাম (খোকন), নোয়াখালীর কবিরহাট পৌরসভায় জহিরুল হক রায়হান, কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভায় আব্দুল মালেক ও চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় মোহাং জহুরুল ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন