বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জর্ডানে অক্সিজেনের অভাবে ৮ রোগীর মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১১:০১ এএম

জর্ডানের রাজধানী আম্মানে শনিবার একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে আট রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি ব্যর্থতার অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধেও। অবশেষে অভিযোগ মাথায় নিয়ে শনিবারই পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবেইদাত।

রাজধানী আম্মান থেকে ২৩ কিলোমিটার দূরে বালকাপ্রদেশে আল-সল্ট হাসপাতালে শনিবার একদিনে ওই আটজনের মৃত্যু হয়।

হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এ সময় করোনা ওয়ার্ড ছাড়াও হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র ও প্রসূতি ইউনিটে অন্তত এক ঘণ্টা অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। জর্ডানের প্রধানমন্ত্রী বিশের আল-খাসোনেহ বিষয়টি জরুরিভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সূত্র: বিবিসি, আনাদোলু

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন