জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্হাপনায় এবং ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)। রোববার সকালে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় নারী বিভাগের বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৫-২৪ গোলে জামালপুর স্পোর্টিস একাডেমীকে হারিয়ে শুভসূচনা করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৫-৮ গোলে এগিয়ে ছিল। দুপুর অনুষ্ঠিত নারী বিভাগের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আনসার ৫২-৪ গোলে হারায় নসরুল হামিদ স্পোর্টস একাডেমীকে। প্রথমার্ধে আনসার ১৯-৩ গোলে এগিয়ে ছিল। একই ভেন্যুতে বিকালে অনুষ্ঠিত পুরুষ বিভাগের একমাত্র ম্যাচে পুলিশ হ্যান্ডবল ক্লাব ৪৩-২১ গোলে চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে বড় জয় দিয়ে আসর শুরু করে। বিজয়ী দল প্রথমার্ধে ২৩-১৩ গোলে এগিয়ে ছিল। এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়ালটন গ্রæপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মো: নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সম্পাদক মো: মকবুল হোসেন সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন