স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে রাসিদা মমতাজ নামের এক বিধবা মহিলার আড়াই কাঠা জমি দখল করে নিয়েছে স্থানীয় মেম্বারের নেতৃত্বে একদল ভুমিদস্যু। শুধু এই বিধবারই নয়, আরো বেশ ক’জনের জায়গা দখলের অভিযোগ রয়েছে এ চক্রের বিরুদ্ধে। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভূক্তভোগী রাসিদা মমতাজ।
লিখিত অভিযোগে তিনি বলেন, ২০১২ সালে কেরানীগঞ্জ উপজেলার ঢাকা কালেক্টরির তৌজিভুক্ত মৌজায় আড়াই কাঠা জমি কেনেন তিনি। পরে ওই বছরের শেষের দিকে তার ক্রয়কৃত জমিটি জবরদখল করে নেয় স্থানীয় মেম্বার আ. হানিফের সহযোগিরা। এরপর থেকে তিনি তার জমি ফেরত পেতে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। এ অবস্থায় ভূমিদস্যুদের হাত থেকে ক্রয়কৃত জমি ফিরে পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্থক্ষেপ কামনা করেছেন অসহায় রাসিদা মমতাজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন