বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পেলের অভিনন্দনে আপ্লুত রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০০ এএম

ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কে, ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি পেলে- বেশ কিছুদিন ধরেই এ আলোচনা ছিল তুঙ্গে। কিছুদিন আগে নিজের ক্যারিয়ারে ৭৬০টি গোল করার পর অনেকেই রোনালদোকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আখ্যাও দিয়ে ফেলেছিলেন। তবে এ রেকর্ডের মালিক যিনি, সেই পেলে এতোদিন নিশ্চুপ ছিলেন।
পরশু রাতে ইতালিয়ান সিরি’আ লিগে কালিয়ারির বিপক্ষে হ্যাটট্রিক করেছেন রোনালদো। সিআরসেভেন নৈপুণ্যে ক্যালিয়ারিকে ৩-১ গোলে হারিয়েছে ওল্ড লেডিরা। নামের পাশে যোগ করেন ৭৭০ গোল। রোনালদোর ৫৭তম হ্যাটট্রিকের দিনে সিআরসেভেনকে শুভেচ্ছা বন্যায় ভাসিয়েছেন পেলে। তবে সেটি হ্যাটট্রিকের জন্য নয়, ব্রাজিলের ফুটবল স¤্রাট ‘আনুষ্ঠানিক’ গোলের হিসেবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রোনালদোকে মেনে নিয়েছেন। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে পেলে লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানোকে অভিনন্দন আমার অফিসিয়াল গোলের রেকর্ডটি নিজের করে নেওয়ার জন্য। জীবন একটা যুদ্ধের মতো, এখানে লড়াই নিজেকেই লড়তে হয়। আর সেই লড়াই কী সুন্দরভাবেই না তুমি চালিয়ে যাচ্ছ! তোমার খেলা সবসময় উপভোগ করি, এটা আমি অনেককেই বলেছি। আমার আজ একটাই দুঃখ, তোমাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানাতে পারলাম না। তবে তোমার প্রতি আমার ভালোবাসা থাকবে সবসময়ই।’
৭৭০ গোলের দিনে রোনালদো ব্যাখা করেছেন কেন তিনি এতোদিন সর্বোচ্চ গোলদার বিষয়টি নিয়ে নিশ্চুপ ছিলেন, ‘আমি গত কয়েক সপ্তাহ ধরেই শুনছি পেলের ৭৫৭ গোলের অফিসিয়াল রেকর্ড ভেঙেছি। তবে আমি এটা নিয়ে চুপ ছিলাম। এর কারণ এখন ব্যাখ্যা করছি- আমি সবসময়েই বলে এসেছি, এডসন আরান্তেস দে নাসিমেন্তো পেলের প্রতি আমার শ্রদ্ধা ছিল, আছে, থাকবে। এজন্য তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ৭৬৭ গোলের রেকর্ডটাই অফিসিয়াল হিসেবে ধরেছি, যেখানে তিনি সাও পাওলো স্টেট দলের হয়ে নয় গোল ও ব্রাজিলের মিলিটারি দলের হয়ে আরও এক গোল করেছেন।’
রোনালদো আরো লেখেন ‘এখন আমার অফিসিয়াল গোল হয়েছে ৭৭০টি, সেজন্য আমি প্রথম কথাটা পেলেকেই বলছি। আমাদের সময়ে এমন মানুষ পাওয়া যাবে না যে, পেলের গল্প না শুনে বড় হয়নি। আমিও এর ব্যতিক্রম নই। সেজন্য এই রেকর্ডটি ভেঙে দিয়ে আমার আনন্দের সঙ্গে সম্মানও হচ্ছে অনেক। এমন একজনের রেকর্ড আমি ভেঙেছি, ছোটবেলা থেকেই আমি যার মতো হতে চেয়েছি।’
এদিকে রোনালদের এ অর্জনের স্বীকৃতি দিতে নারাজ চেক ফেডারেশন। তাদের দাবি, জোসেফ বিকান এখনো অফিসিয়ালি ৮২১ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা। তবে আনুষ্ঠানিক হিসেবে বিকানের গোল ৭৫৯টি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন