ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খাদিজা ভিআইপি পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচে ডাকাতি করে সংঘবদ্ধ ডাকাত দল যাত্রীদের সর্বস্ব লুটে নিয়েছে। এ ঘটনায় পুলিশ ওই বাসের চালক ও সুপারভাইজার সহ ৩জনকে গ্রেফতার করেছে। সোবমবার গভীর রাতে মহাসড়কের কুমিল্লা-ফেনী এলাকায় দুর্ধষ এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই বাসের ভুক্তভোগী যাত্রী বান্দরবান জেলার আলীকদম থানার বৃষ্টি বেগমের স্বামী আবুল কালাম বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন।
ডাকাত কবলিত বাসের যাত্রী ঢাকার নিউ জুরান এলাকার বাসিন্দা রাব্বি-(২৮), কক্সবাজার জেলার চকরিয়া থানার ওবায়েদুল্লাহ- (২৫), ভোলার দৌল খানের বাসিন্দা ইসমাইল (২৮), আলীকদমের বৃষ্টি বেগম সহ অন্যান্যরা জানান, ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী খাদিজা-ভিআইপি পরিবহনের (১৫-৪০৭২) নৈশকোচে টি ৩০ জন যাত্রী নিয়ে রাত ১০টার দিকে ঢাকার সায়দাবাদ থেকে যাত্রা করে। গভীর রাতে বাসটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকায় তাজমহল হোটেলে যাত্রা বিরতি করে। পুনরায় বাসটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে ওই হোটেল থেকে কিছু দুর সামনে গিয়ে ৪ জন লোককে বাসটিতে উঠায় এ সময় বাসের লাইট গুলো বন্ধ করে দেওয়া হয়। একপর্যায় সংঘবদ্ধ যাত্রীবেশী ডাকাতদল চালককে আসন থেকে তুলে নিজেদের মধ্যে একজন বাসটির নিয়ন্ত্রন হাতে নেয়। অন্যান্য ডাকাতরা দেশীয় অস্ত্রস্বস্ত্রের ভয় দেখিয়ে এবং মারধর করে যাত্রীদের নগদ টাকা, মূল্যবান স্বর্নালংকার, মোবাইল ফোন সহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে মহাসড়কের একটি স্থানে নেমে নির্বিগ্নে পালিয়ে যায়। এ সময় চালক-সুপারভাইজারের রহস্য জনক আচরনে ভুক্তভোগী যাত্রীরা চালক-হেলপারকে বাসটি দাড়করাতে বাধ্য করে এবং জাতীয় সেবা ৯৯৯ এ ফোন করলে ফেনী হাইওয়ে পুলিশ বাসটি আটক করে যাত্রীসহ কুমিল্লা জেলা পুলিশকে বুঝিয়ে দেয়। মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান জানান, যাত্রীদের অভিযোগ অনুযায়ী বাসের চালক আবু তালেব (৫২), সুপারভাইজার আরিফুর রহমান (৪৮), হেলপার রফিকুল ইসলাম (৩৫) কে আটক করা হয়েছে। সিসি টিভির ফুটেজ, যাত্রীদের বক্তব্য ও আটককৃতদের জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য অনেকটা উন্মোচিত হয়েছে। এ ছাড়া গাড়ীর যাত্রীদের খাওয়া-দাওয়া সহ নিরাপদে গন্তব্যে পৌছাতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে। এ দিকে এ ঘটনায় গাড়ীর যাত্রী বান্দরবান জেলার আলীকদম থানার বৃষ্টি বেগম বাদী হয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন। ওই মহিলা ২লাখ ১০ হাজার টাকা সহ দুইটি স্বর্ণের চেইন ডাকাতরা নিয়ে যায় বলে জানা গেছে। এ ছাড়া জেলার হোমনা উপজেলার নারানদীয়া গ্রামে জনৈক আল আমিন মাসুমের বাড়ীতে সোমবার গভীর রাতে ডাকাতিকালে স্থানীয়রা শরিফ (৩৫) নামে এক ডাকাতকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন