মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করতে হবে- ইসলামী ঐক্য আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ৮:১২ পিএম

শ্রীলংকার মন্ত্রিসভায় বোরকা নিষিদ্ধ ও এক হাজারেরও বেশি মাদরাসা বন্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক যুক্ত বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ডক্টর মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান।

নেতৃদ্বয় বলেন, জাতীয় নিরাপত্তার অজুহাতে মুসলিম নারীদের বোরকা পরিধান নিষিদ্ধ ও এক হাজারেরও বেশি মাদরাসা বন্ধ করার সিদ্ধান্ত ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রের অংশ। যা মানবাধিকারের চরম লংঘন এবং মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। অবিলম্বে শ্রীলঙ্কার মন্ত্রিসভায় ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা বাতিল করে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় বিধি-বিধান ও কৃষ্টি কালচার পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন