বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

খাওয়ার পর জানা গেল মাছটির দাম ২২ কোটি টাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১২:০৩ এএম

একজন জেলে একটি মাছ ধরার পর তা বন্ধুদের নিয়ে খেয়েছিলেন। কিন্তু তিনি ওই মাছের দাম জানতেন না। পরে যখন তিনি এই মাছের দাম জানতে পারেন তখন তার রীতিমতো ভিড়মি খাবার জোগাড়। নাইজেরিয়ার ওই জেলের এমন কাÐ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কেননা ওই মাছটির দাম ২৬ লাখ ডলার বা প্রায় ২২ কোটি আড়াই লাখ টাকা। বিজনেস ইনসাইডার আফ্রিকা জানিয়েছে, ওই জেলের বাড়ি রিভার্স স্টেটের আন্দোনি এলাকায়। তিনি একটি বøু মার্লিন ধরেন। পরে নিজের বন্ধুদের সঙ্গে সেই মাছটি ভাগ করে খান তিনি। ওই জেলে সোশ্যাল মিডিয়ায় মাছটির ছবি দেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মাছটিকে চিনতে পারে এবং জানায়, এই মাছের প্রতি পাউন্ডের দাম ৩১ হাজার ৩২৫ ডলার বা প্রায় ২৬ লাখ ২৬ হাজার টাকা। এই প্রজাতির পুরুষ মাছের চেয়ে নারী মাছ অনেকটাই বড় হয়। এটা ১৪ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। আর প্রায় ২ হাজার পাউন্ড পর্যন্ত ওজন হতে পারে মাছটির। তবে মাছটির গড়পড়তা আকার ১১ ফুট হয়। আর এটির ওজন হয় ২০০ থেকে ৪০০ পাউন্ড। যদিও এই মাছ সাধারণত খাওয়া হয় না। কারণ এটাতে প্রচুর পরিমাণ পারদ এবং অন্যান্য দ‚ষিত পদার্থ থাকে। তবে জাপানে এই মাছের বেশ চাহিদা রয়েছে। সেখানে এই মাছের মাংস ‘সাশিমি’ হিসেবে কাঁচা খেতে দেয়া হয়। বিজনেস ইনসাইডার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন