শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মাথা ন্যাড়া করে সভাপতির পদ ছাড়লেন তিনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১২:০২ এএম

দলের টিকিট না পেয়ে প্রতিবাদে মাথা ন্যাড়া করলেন কংগ্রেসের একজন নেত্রী লতিকা। নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে কারো মুখে হাসি ফুটলেও কেউ আবার তীব্র ক্ষোভে ফেটে পড়ছেন। অনেকে আবার অভিমানে দল ছাড়ছেন। কেরালার বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন বলে আশা করেছিলেন কংগ্রেস নেত্রী লতিকা সুভাষ। কিন্তু দল টিকিট দেয়নি তাকে। তাকে প্রার্থী না করার পরই তীব্র ক্ষোভ প্রকাশ করেন নারী কংগ্রেসের সভাপতি। লতিকা বলেন, তিনি আর দলে থাকতে চান না। এরপরই মাথা ন্যাড়া করে দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। কংগ্রেসের এই সভাপতি বলেন, জীবনের ২০ বছর তিনি দলকে দিয়েছেন। ২০১৮ সালে কেরালের নারী কংগ্রেসের সভাপতিও হন তিনি। তার ভাষায় এতদিন তিনি মানুষের সেবা করেছেন। দলের জন্য ত্যাগ করেছেন। কিন্তু দল তাকে প্রাপ্ত সম্মান দেয়নি। এমনকি নারী প্রার্থী অগ্রাধিকার হয়নি বলেও কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন তিনি। উল্লেখ্য, আগামী ৬ এপ্রিল কেরালায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার এক দফায় ভোটাভুটিতে ক্ষমা ধরে রাখতে মরিয়া বাম সরকার। সরকার গঠন করতে চায় ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টও (ইউডিএফ)। তবে ২ মে জানা যাবে কে আসছে ক্ষমতায়। ইন্ডিয়া টুডে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন