শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিইউপি’তে গানের মোড়ক উন্মোচন

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০৩ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রচিত “জন্মশত বরষে মুজিব, দেখিতে চাহে, তোমায় এ মন, যদিও তুমি আছো মনে মনে, সকলের হৃদয়ও আসনে”- শীর্ষক গানের মোড়ক উন্মোচন মঙ্গলবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বর্তমান প্রজন্ম যারা বঙ্গবন্ধুকে স্বচক্ষে দেখেননি এবং বঙ্গবন্ধুর সংস্পর্শে আসেননি কিন্তু তার আদর্শ ও চেতনাকে ধারণ করেন, তাদের মধ্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও সংগ্রামী জীবনাদর্শকে এ গানের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বিইউপি কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে একটি আয়োজন হচ্ছে এ গানের মোড়ক উন্মোচন। গানটির রচয়িতা হচ্ছে বিইউপির সাবেক রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেফতাউল করিম। যিনি নিজেই গানটিতে সুর দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান।-আইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন