রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচি শুরু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ৯:৪৬ এএম | আপডেট : ৯:৪৬ এএম, ১৭ মার্চ, ২০২১

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন আজ। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতির পিতার জন্মদিনের কর্মসূচি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন, বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় দলীয় পতাকাও উত্তোলন করা হয়। এছাড়া সারা দেশের সংগঠনের কার্যালয়গুলোয়ও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুর জন্মদিন পালনের অংশ হিসেবে সরকারের সিদ্ধান্তে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিনে আজ পতাকা উত্তোলনের আদেশ জারি হয়।

সরকার মুজিব বর্ষ হিসেবে দিনটি পালন করছে। জন্মশত বার্ষিকী হিসেবে ২০২০ সালের ১৭ মার্চ হতে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত ছিল সরকারের। তবে কোভিড-১৯ সংক্রমণের কারণে কর্মসূচিগুলো বিস্তারিতভাবে পালন না করতে পারার কারণে সরকার মুজিববর্ষের মেয়াদ এ বছর ১৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। মুজিববর্ষ ছাড়াও আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। দেশের গুরুত্বপূর্ণ এ দুটি উপলক্ষে এক যোগে সরকারের কর্মসূচি চলবে।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ বেলা সাড়ে ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে। সকাল ১০টায় দলটি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিলে অংশ নেবেন। দলটির উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভার আয়োজন করছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ম নাছিরউদ্দীন শাহ ১৭ মার্চ, ২০২১, ১২:০২ পিএম says : 0
শুভকামনা বাংলাদেশের প্রতিষ্টাতা বঙ্গবন্ধুর জর্মদিনের।শুভকামনা প্রতিযোগিতামূলক বিশ্বের মাঝে শক্তিশালী দুদ্ধান্ত ভিশনারী লিডারশিপের মাধ্যমে বঙ্গবন্ধুর শত বার্ষিকীকে আলোকিত দানকারী বিশ্ব মানবতার মাকে। বিশ্বের মাঝে বাংলাদেশ কে উন্নয়নশীল দেশের সম্মান মর্যাদার আসনে জাতির পরিচয় করে দিয়েছেন বঙ্গবন্ধুর কন‍্যা। বঙ্গবন্ধুর কন‍্যা একে ধারে রাষ্ট্র বিজ্ঞানীর মত বিশ্বে ক‍্যারেশম‍্যাটিক লিডার। তিনি নিজ যোগ্যতাই বিশ্বের প্রভাবশালী নেতা দক্ষিণ এশিয়ার দক্ষ বিচক্ষন বুদ্ধিদীপ্ত সাহসীনেতা। খাদ‍্য নিরাপত্তা বিদুৎ জ্বালানি নিরাপত্তা অর্থনৈতিক শক্তিশালী আকাশ বিজয়ী সাগর বিজয়ী ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্টাতা মানবতার কল‍্যানে বিশ্ব মানবতার মা। অনেক গুলো আন্তর্জাতিক মর্যাদাবান পুরুস্কার পেয়েছেন। স্বাধীনতা সার্বভৌমত্বের অতদ্র প্রহরী বঙ্গবন্ধুর শ্রেষ্ঠসন্তান বঙ্গবন্ধুর ক্ষুদা দারিদ্র মুক্তির সংগ্রাম পেরিয়ে বাংলাদেশকে শক্তিশালী উন্নয়নশীলদেশের কাতারে নিয়ে গেছেন। বঙ্গবন্ধুর জর্ম বার্ষিকী পরিপূর্ণ সার্থকতা অর্জনকরলো বঙ্গবন্ধু কন‍্যার ভিশনারী লিডারশিপের জন্যে ঐক্যবদ্ধ জাতির বিকল্প নেই।বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি প্রতিযোগিতামূলক বিশ্বে বঙ্গবন্ধুর কন‍্যারহাতকে শক্তিশালী করে বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে বিশ্বের মাঝে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর শহীদি পরিবারের সবাই কে আল্লাহ্ যে জান্নাতুল ফেরদৌসের মর্যাদাবান পবিত্র স্থান দান করেন। আমিন আমিণ চম্মা আমিন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন