শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আল্লামা মামুনুল হককে নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, সনাতন ধর্মাবলম্বী যুবক গ্রেফতার

দিরাই উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১০:১১ এএম

হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপক্তিকর অশালীন মন্তব্য করায় সুনামগঞ্জের শাল্লায় সনাতন (হিন্দু) ধর্মালম্বী ঝুমন দাস আপন (২৫) নামে এক যুবক গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে শাল্লা থানার ওসি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপক্তা আইনে মামলা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃত ঝুমন দাস আপন শাল্লা উপজেলার হাবিবপুর ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামের প্রয়াত গোপেশ দাসের পুত্র।
শাল্লা থানার ওসি আরো জানান, সোমবার জেলার দিরাই পৌর শহরের স্টেডিয়াম হেফাজতে ইসলাম আয়োজিত শানে রিসালত সম্মেলনে হেফাজতে ইসলাম যুগ্ম-মহাসচিব দেশ বরণ্যে আলেম আল্লামা মামুনুল হক বক্তব্য রাখেন।

এরপর থেকেই 'ঝুমন দাস আপন' সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের আইডি থেকে আল্লামা মামুনুল হককে নিয়ে আপক্তিকর অশালীন মন্তব্য লিখে পোস্ট করেন।

তার পোস্টের পরপরই কমেন্ট বক্সে সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনও নানা বিরুপ মন্তব্য করতে থাকেন।
এ নিয়ে ধর্মপ্রাণ আলেম-উলামাসহ নানা শ্রেণি-পেশার লোকজনের মধ্যে তীব্র অসন্তোষ ও চরম উক্তেজনা দেখা দেয়।
বিষয়টি আইন-শৃংখলা বাহিনীসহ সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের নজরে আসলে তাকে গ্রেফতারে অভিযানে নামেন শাল্লা থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শাল্লার শাসখাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Younus Foridy ১৭ মার্চ, ২০২১, ১১:১১ এএম says : 0
Alhamdulillah দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
Total Reply(0)
Iqbal Khan ১৭ মার্চ, ২০২১, ১১:২৩ এএম says : 0
জনগণের হাত থেকে বিপদমুক্ত হলো সে, তবে শাস্তি চাই
Total Reply(0)
শামসুল আলম ১৭ মার্চ, ২০২১, ১১:২৪ এএম says : 0
বাক স্বাধীনতা মানি অন্য ধর্মের নামে যেমন ইচ্ছে তেমন লেখা নয় শালিনাতা বজায় রাখতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক হেদায়েত দান করুন আমীন
Total Reply(0)
Tofail Ahmad ১৭ মার্চ, ২০২১, ১১:২৭ এএম says : 0
যে ধর্মের-ই হোক উস্কানিমূলক কোন পোস্ট সহ্য করা উচিত হবে না
Total Reply(0)
Hanu Yahia ১৭ মার্চ, ২০২১, ১১:২৮ এএম says : 0
অবশ্যই সাজা দিতে হবে
Total Reply(0)
আহমেদ শেহজাদ ১৭ মার্চ, ২০২১, ১১:২৮ এএম says : 0
কোন ধর্মের মানুষের উচিৎ না অন্য ধর্মের উপর আঘাত করা।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন