শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহী নগরীর চাঁদাবাজ ইমরান গ্রেফতার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১১:৪৫ এএম

অবশেষে মহানগর ডিবি পুলিশের হাতে ধরা পড়লো চাঁদাবাজ বাহিনীর প্রধান পলাতক আসামী ইমরান মিয়া (২৭)। রাজপাড়া থানার চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার এই পলাতক আসামীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, সে দাশপুকুর, বহরমপুর, তেরখাদিয়া, বসুয়াসহ আশে-পাশের এলাকার বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের নিকট থেকে হত্যার হুমকি প্রদান ও বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রর্দশন করে চাঁদাবাজি করে এলাকায় ব্যাপক জনশ্রæতি আছে। সে তার নিজস্ব ক্যাডার বাহিনী তৈরী করে সন্ত্রাসী কার্যক্রম এর মাধ্যমে এলাকায় চাঁদাবাজি কর আসছিলো। স্থানীয় লোকজন তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। এ সংক্রান্তে রাজপাড়া থানায় গত ৩ ফেব্রুয়ারি একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলা রুজুর পর আসামী আত্মগোপনে গিয়েও সে তার কার্যক্রম নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে পরিচালনা করে আসছিলো।

বিষয়টি ডিবি পুলিশের নজরে আসলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক নির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক তত্বাবধানে মহানগর ডিবি পুলিশ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৬ মার্চ রাতে রাজিব চত্বর এলাকা হতে আসামী শেখ ইমরান মিয়া (২৭) কে গ্রেফতার করে। তার গ্রেফতারের সংবাদে এলাকার ঠিকাদার প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন